আজো ফিরি দুয়ারে তোমার
বিব্রত করিতে আসিনি'গো
এ মন আজও কিছু চাহেনা-
তোমাতে,ভালোবাসিবার লাগি-
আসি, সুন্দর ভুবন মাঝে
বিব্রত করিব ভাবিনি এমন।


করেছো হেলা দিয়াছো অপবাদ
করিনি'ক তার কোন প্রতিবাদ,
কারে দিয়াছো কৃষাণু উপহার
যে  ছিল সদা শুধুই তোমার।


ব্যথার পাহাড় বক্ষে লয়ে
বসে থাকি পথ চেয়ে,
কোন ক্ষণে ভাঙিবে ভুল
লইবে চিনে আপনার আপনকে-
ডাকিবে আমায় প্রিয় নাম ধরে
করিবে নিবেদন যতন করে।


কাতর হৃদয়ের আর্তি যত
রেখে যাই দ্বারে অবিরত,
অবসান যদি হয় ভুল বুঝার
তাই'তো আসি দুয়ারে তোমার।