নেই আজ রাজা নেই জমিদার
পড়ে আছে নিঃসঙ্গ প্রাসাদ
পরিত্যক্ত ঘর দোর যেন শতবর্ষী বৃদ্ধের মরা চোখ
কী নিদারুণ শূন্যতা
যেনো আজন্ম অভিশাপ
খসে পড়া প্রতিটি ইটের শব্দ যেন
কোন এক অপরিপক্ব যৌবনার বক্ষ ফাটা আর্তনাদ!


নাচ মহলে চিত্রিত আবেদনময়ী বাইজীর আলপনা
উচ্চ বিলাসীর খুনে উন্মত্ত তিয়াস
সুরা পানে মত্ত ভোগের স্বর্গ রাজ
কত অবলার চোখের জল ঝরিয়েছে লালায়িত যৌবন
পরিশেষে ঘৃণায় কতো জীবনের হয়েছে অবসান!

উঁচু ইমারতের গায়ে টাঙানো চাবুক
মনে করিয়ে দেয় নির্মমতার করুণ ইতিহাস
জনপদের দরিদ্র দুর্দশাগ্রস্ত চাষির আত্মার বিলাপ
পাষণ্ড পাইক পেয়াদার অট্রহাসি
ঋণ খেলাপির সকলই বেদখল
কাকুতি মিনতির ভাগ্যে জুটে নির্মম কষার রক্তাক্ত পিঠ!


এই সেই রাজবাড়ি যা দ্যাখলে শুধু গা শিউরে ওঠে
দুর্বৃত্ত দুঃশাসনের ভয়াবহতায় আতকে ওঠে প্রাণ
মহাকলের স্বাক্ষর
নয় কেহ অবিনশ্বর
কালের নিয়মে সকল অহমের হয় বিনাশ
সবই হারায় কালের গর্ভে
শুধু লাখো কলঙ্ক মাথায় নিয়ে নির্লজ্জের মত দাঁড়িয়ে
পরিত্যাজ্য পরিত্যক্ত রাজবাড়ি!