পরকিয়া খুব যে মধুর তবু সে কি হয় আপন?
আপনা ঘরের মান বিকিয়ে চাইলি হতে কার প্রিয়া;
পরপুরুষে মন মজিয়ে ভাবছিস পেলি স্বর্গের ধন,
পরকিয়া খুব যে মধুর তবু সে কি হয় আপন?
ঘরের হক তুই নষ্ট করে চাস দ্যাখাতে কোন্ স্বপন,
লুটছে যে ধন প্রেম ছলনায় কলুষ পূর্ণ তার হিয়া;
পরকিয়া খুব যে মধুর তবু সে কি হয় আপন?
আপনা ঘরের মান বিকিয়ে চাইলি হতে কার প্রিয়া।