পৌষ পার্বণের এই সকালে
ভোরের শিশির মেখে,
পিঠেপুলির ধুম আয়োজন
সকল কর্ম রেখে।


কুয়াশার এই প্রভাত বেলায়
নাই''ক ক্লান্তির রেখা,
গাঁয়ের বঁধু গতর খাটায়
শীত সকালে একা।


মন যে তাহার খুশির দোলায়
হরেক পিঠে গড়ে,
দু'চোখের ঘুম হারাম করে
বানায় প্রাণটি ভরে।


শশুর বাড়ীর সবার ঘরে
দিতে হবে জানে,
দূর গাঁয়ে রয় ননদিনী
তার মায়াটাও টানে।


ফেলে আসা বাবা মায়ের
মুখটি ভাসে চোখে,
আজকে তাদের কেউ কী দিবে
পিঠে পায়েস মুখে।

পৌষের বঁধুর চোখ বেয়ে আজ
ব্যথার অশ্রু ঝরে,
সবার খুশির যোগান দিয়েই
মা বাবাকে স্মরে।