গ্রীষ্মের খর তাপে তপ্ত ধরণী
অশান্ত কে প্রশান্ত করতে আন তোমার শান্তির বারি


চৈত্রের খরা গ্রীষ্মেও দাপট ঢের
নদী খাল জলশূন্য মাঠ শুকিয়ে মরা
মানুষের প্রাণ ওষ্ঠাগত প্রাণীকূলও পাচ্ছে ভীষণ টের


দাবদাহের এই কঠিন দিনে
দুঃসহ যাতনা তোমার আশ্রিত জনে
করুণা যাচে ওগো প্রভু শুধুই তোমার
ওগো করুণাসিন্ধু শীতল পরশে প্রশান্তি দাও জনমনে