ঐ পারেতে প্রাণের সখি
এই পারেতে আমি,
মাঝে বহে অথই সাগর
বেদন দিবস-যামী।


বন্ধুর বাড়ির টিনের চালা
রোদ ঝিকমিক করে,
তারে দ্যাখার ব্যকুল তিয়াস
অশ্রু হয়ে ঝরে।


নাই তরণী নদীর বুকে
নাই'রে পারের ভেলা,
পারের আশায় সবই গেলো
যায়'রে ডুবে বেলা।


ক্যামনে যাব তাহার বাড়ি
উপায় পাবো কোথায়,
প্রেমের টানে দিলাম সাঁতার
ভাসি মাঝ দরিয়ায়।