দিন গুনি প্রতিদিন কার প্রতীক্ষায়,
পাষাণ মননে সে'তো দূরে সরে যায়।
নিবিড় দহনে পুড়ি একাকী নির্জনে,
অনন্ত সুর সাধি'গো বিরহিত মনে।


সুর তোলে গান গেয়ে ডাকি অহর্নিশ,
পারিনি ভাঙাতে মান হারায়েছি দিশ।
ব্যথাগুলো মনে মোর বাড়ে দিনেদিনে,
সাধ করে দুখ যেন নিয়েছি'গো কিনে।


অনুকম্পা যাচি না'কো ভালোবাসা বিনে,
নাই যদি আসিলো সে হৃদয় না চিনে।
চাই না শুধাই তারে যে করিছে পর,
কোন্ সুখে কোনখানে বাঁধিলো সে ঘর।


অবেলাতে ফিরে যদি আসে কোনদিন,
জানিবো এই আমার প্রীতিময় ঋণ।