সময়ের হাত ধরে চলতে চলতে
জীবন নামক বৃক্ষ হতে
ধীরে ধীরে  খসে পড়ে
আয়ুর আরও কয়েক সাল।
ক্ষয়িষ্ণু জীবনের এ প্রান্তে দাঁড়িয়ে,
আজো মনে প্রশ্ন জাগে-
এখনও কী নিস্তব্ধ রজনীতে
বিছানা ছেড়ে বাতায়ন পাশে এসে,
নীলাম্বরের পানে মুখ তোলে
ছল ছল আঁখি মেলে-
চেয়ে থাক নির্নিমিখ,
আমারই ছবি দেখার আশে
না-কী,দৃষ্টির সীমানা পেরিয়ে
ভুলে আছ সবই চিরতরে, না-কী???