প্রথম যৌবনেই হোঁচট,
পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার স্থানটুকু মজবুত  
ছিলোনা আমার,ভালোবাসাটা বুুঝে উঠবার আগেই
হলো চিরদিনের মতো ছাড়াছাড়ি!


তুমিও মুখোমুখি দাঁড়িয়ে সাহস যোগাওনি কখনো
শক্ত করে হাত ধরে রাখার প্রতিশ্রুতি দাওনি তখনো
দূর হতে শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকা অপলক


মনের গহীনে অল্প অল্প করে ভালোবাসা দানা বেঁধে
যবে স্বপন সাজালো ঘর বাঁধার,ঠিক তখুনি দুঃস্বপ্ন
এসে দুমড়ে মুচড়ে দিয়ে গেল আমার স্বপ্ন বাসর!


তবুও স্মৃতিতে আজও ভাসে
শেষ বিকেলের প্রথম মিলনের ক্ষণ
ধবধবে সাদা রজনীগন্ধার ছিন্ন পাপড়ির বুকে যবে
ছোট্ট করে লিখে দিয়েছিলে তোমার আমার নাম,
অতঃপর মায়াবী আঁখির জল লুকিয়ে চলে গেলে-
আমি বুঝে নিলাম, কি পেলাম আর কি হারালাম!