আর কতো যুদ্ধ?
কিসের এতো ক্ষুধা?
ক্ষমতার মোহ কী এতটাই মুখ্য?
মানুষের প্রাণের চেয়েও কী এতই মূল্যবান আধিপত্য?


আর কতো প্রাণের বলি?
ক্ষুধার্ত শিশুদের মুখে ফোটে ঘৃণার প্রতিচ্ছবি
মুক্তিকামী জনতার বেওয়ারিশ লাশ কুকুরের আহার
ভরা যৌবনার আত্ম চিৎকার সদ্য স্বামীহারা বেদনায়!


তবুও মিটেনা ক্ষুধা
আধিপত্য বিস্তারে পৈশাচিক কর্মকাণ্ডের অনুপুঙ্খতা
নিত্য নতুন উৎপীড়নে জাতি গোষ্ঠী আজ পথ হারা
ক্ষুধার রাজ্যও সুকৌশলে তারা দখলে নিয়ে নিয়েছে
রাস্তা ঘাট বাজার শহর এই স্ট্যান্ড সেই স্ট্যান্ড সকলই
তবুও মিটেনা ক্ষুধা,এবার পালা হয়তোবা মানচিত্রের!


আর কতো নির্মমতা?
ক্ষমতার পালা বদলে জনতা যেন বাজারের পন্য
ঘরে ঘরে প্রবেশ করিয়েছে প্রতিহিংসার স্বার্থপরতা
ভাইয়ে ভাইয়ে শত্রুতায় আজ মুখ দেখাদেখিও বন্ধ
ভেল্কিবাজিতে কপোকাত সবে হায়’রে পাষাণ চিত্র
অনাদিকালের এই ধারা সইতে হবে আর কতো?