রাজার ঘোড়া খুব কি সোজা
থাকে বিশাল দালানে,
খিদমতে তার দেশটাই পুরো
কি মায়া তোর পালানে।


নামছে ঘোড়া ক্ষুধার জ্বালায়
তোলা খাদ্যে অরুচি,
তাই খেয়েছে তোর সে ফসল
তুই'তো হলি জাত শুচি।


রাজার ঘোড়ার পড়ছে পা তোর
ক্ষুদ্র ভিটের বুকের পর,
এইবার দ্যাখবি খোলছে বরাত
ধর মদন তার পায়ে ধর।


লাথির ভয় তুই যদি করিস
ফসল পরান দু'ই যাবে,
লাথি সয়েই থাক না সুখে
ভাত না পাস মাটি খাবে।