রঙের ঘুড়ি উড়ছে উড়ুক নাটাই তো আর ছাড়বো না
ছিঁড়লে সুতো হবে নিখোঁজ আর তো তারে পাবো না।।


উড়ছে ঘুড়ি দূর আকাশে ছুটছে মন তার'ই পিছু
হারাই যদি সেই সে দিশা আর কী তবে রয় কিছু।।
সব হারিয়ে করলে বিলাপ ফেরত কিছু আসবে না…


ছিঁড়লে সুতো হবে নিখোঁজ আর তো তারে পাবো না।


               রঙের ঘুড়ি পরান ভোলায়
               মত্ত রয় মন তারই খেলায়
               রঙের ঘুড়ি পরান ভোলায়  


ছেড়ে যাবার নিপুন খেলায় সেই যে বড় সেয়ানা
যতই করুক ছলচাতুরী মানবো না তার বাহানা ।।
ঘুড়ি উড়াই শূন্যে ভাসাই মন তো তারে ভুলে না
এই খেলাতেই যায়'রে বেলা আর কোন সুখ খু্ঁজিনা…  


ছিঁড়লে সুতো হবে নিখোঁজ আর তো তারে পাবো না
রঙের ঘুড়ি উড়ছে উড়ুক নাটাই তো আর ছাড়বো না
ছিঁড়লে সুতো হবে নিখোঁজ আর তো তারে পাবো না।।