৬.স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৩
কোন খেয়ালে কাটালি দিন শোন'রে ওরে পথ ভোলা
আপন সত্তা বিষাদে মন নসীবে রয় দুখ তোলা,
করলে হেলা কাটে বেলা ভাবনা সুখের আশাহীন
থাকতে সময় দ্যাখরে চাহি রহমতের দ্বার খোলা।
৭.স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৪
পাপ বিনাশে বাঁধরে পরান কর'রে আশে তুই মনস্তাপ
মুক্তির তরে ডাকিস তাঁরে নিরলে তুই কর'রে বিলাপ,
গাফফার তিনি অসীম তিনি চির আপন পরম প্রভু
আপন অন্তর কর'রে শুদ্ধ ছাড়'রে তোরা মিথ্যা সংলাপ।
৮.স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৪
রাত্রি যখন হয়'রে গভীর দৃষ্টি রেখো সেই আকাশ পাড়
ক্ষন্তা স্বয়ং ডাকছে বসে খোলা রেখে তাঁর রুদ্ধদ্বার,
যাহা কিছু চাই'গো তোমার নিতে পারো দু'হাত ভরে
তোমার তরেই রইলো জমা ক্ষমা অশেষ রত্ন ভাণ্ডার।
৯.স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৪
আছো কে ভাই পাপি তাপি প্রভুর ডাকে দাওনা সাড়া
নাই যে কেহ শূণ্য গেহ,নাই সহায় এক আল্লাহ ছাড়া,
চিত্ত ব্যকুল হতাশ পরান ধরো প্রভুর সেই সরল পথ
আমিত্ববোধ করো হে নাশ তাঁর প্রেমে হও পাগলপারা।
১০.স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৩
দমে দমে জপ'রে হরদম রাখ্ প্রভুরে নিশ্বাসে
অসহায়ের সহায় তিনি অন্তরে রাখ বিশ্বাসে,
সর্ব বেদন লাঘব করেন নিজ মহিমায় মালিক সাঁই
সেই শ্রীচরণ পাস যদি তুই আর কিছু কী যায় আসে?