১০১.
জীবন মরণ তোমার চরণ চাই না যে কিছু আর
এই জীবনে তুমি ছাড়া আর তো কিছু নাই আমার,
আমিত্ব যে অন্তর জুড়ে তার গোলামি জীবন ভর
রিপুর ক্রিয়া আছে যতো দাওনা করে মনের বার।


১০২.
চলছি সদা বিপথগামী সীমালঙ্ঘন অতি চরম
তুমি রহিম তুমি গাফফার তোমার রহম চায় যে অধম,
গাফফার নামের বৃষ্টি দিয়ে দাও ধুয়ে মোর কলুষ যতো
বিপদ দিনে তুমি বিনে নাই যে কেহ আর মোর পরম।