১০৫.
নবী বলেন কর তালাশ শেষ দশকের সেই বিজোড় রাত
শবে কদর সেই পাবে যার,লিখনে রয় অধিক বরাত,
কে আছ ভাই মুক্তিকামী প্রভুর প্রেমে জাগো রাতি
তাঁর খুশিতে সেই রাত্রিতে পেতে পারো অশেষ নাজাত।