১০৯.
আর কত তুই শরাব পিয়ে মত্ত র'বি রাত্রিদিন
ক্ষণস্থায়ী এক জীবনে বাড়াস'নে আর দুখের ঋণ,
ওরে বেহুশ দ্যাখরে চেয়ে ক্যামনে সূর্য অস্ত যায়
বুঝবি'রে তুই অবশেষে বাজবে যখন মরণ বীণ।