১১.স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৩

ফুল বনে তোর গাইছে ভ্রমর মিষ্টি মধুর সুর তুলি
সেই সুরে সই উঠলো গেয়ে আমার গানের বুলবুলি,  
তোর প্রেমে হই পাগলপারা তাইতো আজি উদাস প্রাণ
তোর-ই প্রাণের ললিত মায়ায় যাইরে সকল দুখ ভুলি।

১২.স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৪

তোরই গলে তারার মালা আকাশ দেশের মুখ উজালা
সকল শোভা নামলো ধরায় বিজন বনের দোদুল দোলা,
সুর মাধুরি তুলছে আজি মধুর সুরে দোয়েল শ্যামা
লাজ ফেলে তুই আয়'রে সাকি মনের ঘরে দিসনে তালা।

১৩.স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৩

কোন সে শরাব ঢাললি সাকি কাটেনা যে নেশার ঘোর
মদের নেশায় বুঁদ হয়ে রই করলি কী তুই মনোচোর?
দিগবিদিক সই হারাই দিশা পাইনা যে আর কোনো কূল
শরা পূর্ণ রাখিস গেলাস আসলে আবার নূতন ভোর।

১৪.স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৪

আজি খুশির বান ডেকেছে করছে সাকি চোখ-ইশারা
ঢালো শরাব গন্ধে মতাল ছুটছে পরান বাঁধনহারা,
আয় সাকি তোর কর কমলে চুম্বন রেখা আজ যাই এঁকে
উতল প্রাণের নিবিড় ছুঁয়ায় রচিব সই প্রেম ফোয়ারা।

১৫.স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৩

তোর পরানের মধু বনে যায় হারিয়ে রাত্রি ভোর
তুই বিহনে কাঁদে পরান যায় ঝরে যায় আঁখির লোর,
কোন সে বেদন উঠলো বাজি তুই বিহনে হৃদ মাঝে
দাঁড় করিয়ে রাখিসনে আর খোল সাকি খোল মনের
দোর।