১৪৪.
যাঁহার ধ্যানে মত্ত সুরায় সেই যদি মোর হয় সহায়
যেই না দোষে টানছো মিছে কার সাধ্য ছুঁয় এই আমায়
আজকে যারা করছো সবাই এই অধমের মূণ্ডুপাত
বুঝবে যেদিন খুঁজবে সেদিন ডাকবে পরম মমতায়।