১৪৬.
গেঁহুর রুটি খায়না মরদ মুখ শুষানোর পরম ঝালে
সয়াবিনে কবজি ডুবায় ভুড়ি নাড়ায় ঢোলক তালে,
কোরমা পোলাও জর্দা জরুর তা না হলে সে ঢের ক্ষ্যাপা
সুস্থতা তার রয় যে বিমুখ রুগ্ণ হাওয়া দেহের পালে।