১৬.স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৪
চারিদিকেই ধুঁকছে মানুষ ক্লেশ দৈন্যতার হাহাকারে
পাষাণের দ্বার ভাঙছে না আর দীনহীনের ঐ চিৎকারে,
ভোগ বিলাসে মত্ত রাজা আরাম আয়েশ তার পদতল
দুরাচারীর রয় অনাচার নেই উদ্যোগ তার তা সংস্কারে!
১৭
অন্ধ সাজা বন্ধ করে দ্যাখ'রে চেয়ে তুই চোখ মেলে
নেই ভালো তোর সাধের রাজ্য ধাপ্পাবাজের করতলে,
আহাজারি মুখ থুবড়ে রয় পড়ে অবহেলে রিক্ত প্রাণ
অহর্নিশ বসি আঁকছে ছক সাধু আর শয়তান মিলে।
১৮
নির্মমতায় মত্ত সদা অত্যাচারী আর জুলুমবাজ
খুন চুষে পিয়াস মেটায় চলছে সর্বত্র পাপের রাজ,
নিপীড়ন অতি সহজ কাজ বিশ্বব্যাপি দুর্বলে হায়!
আমাদেরই খুনেই রঞ্জিত ঐ অভিশাপের তাজ।
১৯
তোমার মুকুট পড়বে লুটি ঐ এলো'রে নবীণ প্রাণ
উচ্চ নিনাদে প্রকম্পিত ধরণি এলো নয়া আহ্বান,
বুঝবে!প্রজার জন্যেই রাজা রাজার জন্য নয় প্রজা
ও রাজা এবার তুমি পাবেই সাজা হও তুমি সাবধান।
২০
ভোট আসলে হও ফকিরি ভিক্ষে মাগো জনগণে
কাজের কাজ হয়ে গেলে সাধারণে আর কে চিনে?
আসবে এমন দিন পাপের হিসাব গুনে দিতে হবে
পার পাবেনা ও রাজা মশাই জনগনের রায় শুনে।