১৭৬.
খেলা খেলতে খেলতে বলের বাজছে যে ভাই বারোটা
নুন ভাতের আর নাই অধিকার শুকনোতে খাই পরোটা,
দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া গরীবের খোঁজ রাখে কে?
ওরা সবাই রাজ ভোগে রয় আর সবে পায় মুলো টা।