২১৭.
আজকে তুমি খুব বাহাদুর ভাবছো আমায় ক্ষুদ্র তাই
রুধির ও স্রোত থামবে যবে দ্যাখবে আঁধার আলো নাই,
নমরুদ আর ঐ আবু জেহেল তারাও ধরায় লাঞ্ছিত
থাকতে সময় সব ফেলে আজ সঠিক পথ'টি ধরো ভাই।