২৫৩.
বেখেয়ালে কাটলো বেলা যবনিকা আজ রমজানের
ধিক রেজাউল পারলিনা তুই ঘুছিয়ে নিতে তোর আখের,
দুনিয়ার প্রেম আঁকড়ে ধরে মাস'টা গত তুই করলি বেশ
বলতে পারিস ভাগ্যে তোর'ই এ মাস'টি কী আর আসবে ফের?


২৫৪.
আল্লাহ প্রেমের প্রেমী যিনি গুণ'টি জানেন রমজানের
কার কি আমল আছে ও ভাই সুফল তুমি পাবেই এর,
দিন শেষে আজ চোখের জলে ভাবছে বসে রেজাউল
আল্লাহ যদি সহায় না হোন কি হবে গো তার আখের।


২৫৫.
সিয়াম শেষে আসলো খুশির ঈদ আনন্দ এই ধরায়
মুসলিম ঘরের উল্লাসে তাই ফেরেস্তা কূল মন হারায়,
তারাও শামিল হয়'গো খুশীর প্রশংসা গায় আল্লাহর
কে দিলে গো এমন খুশি পড়ছি প্রেমে তার মায়ায়।


২৫৬.
আজকে খুশির ঈদ জোয়ারে ভাসছে সকল মুসলমান
আমলহীনা এই রেজাউল ব্যথায় ভাসায় দুই নয়ান,
খোশ আমেজে মাসটি গত করলো যে হায় নাজাতের
ও দয়াময় মাফ করে দাও মজবুত করো মোর ঈমান।


২৫৭.
ভাগ্য যাহার প্রসন্ন হয় নিও আমায় দলে তার
তোমার দয়া ছাড়া অধম অন্য কিছু চায় না আর,
আজকে দীনের এই ফরিয়াদ চাই তোমারি মাগফেরাত
কবুল করো এই মোনাজাত চাই হতে আজ আমলদার।


২৫৮.
ওই চরণে ভিক্ষা মাগি আমায় নসীব দিও এর
পুনঃপুন পাই যেন সাথ তোমার প্রিয় রমজানের,
বিপথগামী হই না যেনো সহায় তুমি হও প্রভু
অধিক আমল ভালে দিও মিনতি এই গোলামের।