২৬.স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৩
কার ডাকে আজ ভাঙ্গিল ঘুম এই নিশীথের রাত দুপুর
কোন দরদি মন ভুলায় আজ কণ্ঠ তাঁহার সুমধুর,
উদাস পরান পাগলপারা চোখে যে আর নাইরে ঘুম
কোথায় আছে মনোহরি পরান হারায় অচিনপুর।


২৭.স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৪
রাত্রি নিশির এই আঁধারে জ্বাললে কে'গো দীপ্তি রবি
চিত্ত আমার হয়রে ব্যকুল দ্যাখতে সে নিত্য ছবি,
ধ্যান নিমগ্ন চিত্ত বিভোল যদি তাঁহার পাইরে দেখা
যেই চরণে বিশ্ব নিখিল মাথা নুয়ায় সৃষ্টি সবি।


২৮.স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৩
গহীন রাতে একলা জাগি কইরে কথা তাঁর সনে
সফল হলাম কিবা বিফল জানে কী আর আনজনে,
অনুভূতির চেরাগ জ্বালি কে দিলো এই হৃদ মাজার
নয়ন জলে বুক ভাসিয়ে,জাগরে নিশি সুখ মনে।


২৯.স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৩
আজকে সাকি ডাকিসনে আর মন টানিছে ঈশ্বরে
কোন কিছুর নেই প্রয়োজন নেই মোহ আর অন্তরে,
প্রভু আমায় ইঙ্গিতে কয় জাগরে ওরে আজকে রাত
মনের ঘরে সুখ ফোয়ারার বান ছুটে আজ অন্দরে।


৩০.স্বরবৃত্ত ছন্দঃ- ৪+৪+৪+৪
পারের খেয়া কোন ছলনায় ডুবালে তুই এই আঁধারে
একা পথের ভাবনাতে আজ নাই কোন ডর ডুব সাঁতারে,
জ্ঞানের রাজা প্রাণের রাজা অধমেরে ডাকছে বসি
প্রভুর ডাকে প্রাণ উচাটন দিসনে বাঁধা আজ আমারে।