২৬৪.
কলঙ্কের ভয় তুচ্ছ করেই হৃদয় ভরি অনুরাগে
ঝরবে বলে বন্ধ কী রয় ফুল ফোটা ঐ কুসুমবাগে,
মন্দ বলে বলুক লোকে ধার ধারিনা আর বক্র চোখ
প্রাণের প্রিয় সে যে আমার রাখবো তারে আঁখির আগে।