৩৭৬.
যে পচনের ফলে হীন দুর্গন্ধময় পতন
নিরাময়ে তারি তরে বিষবক্ষ হয় বপন,
সুচিকিৎসার নামে চলে ক্ষত বাড়ানোর কাজ
সুযোগ খুঁজে পূর্বের পীড়া ফের ধরাতে পচন।