৫১.
দুর্বুদ্ধি আর ছলাকলায় ভরে আছে এই দেশটা
ক্যামন করে যায় ঠকানো চলছে সবার সেই চেষ্টা,
দেশের কথা কেউ ভাবেনা বাড়ায় শুধু নিজের ধন
কারে মেরে কে হয় বড় রাখেনা যে তার লেশটা।


৫২.
ম্যাদা উদো জাতের ভালে আছে অনেক দুখ সওয়া
দীর্ণ জাতি চায় কী'রে আজ করুণ সুরের গান গাওয়া,
ভাগ্য গড়তে চাইলে সবে ছাড়ো সকল ভয় ভীতি
ছিনিয়ে লও আপন দাবি পাল্টিয়ে দাও যুগ হাওয়া।


৫৩.
আর কতো তুই সইবি জুলুম মাথা পেতে মুখ বুজে
পরিত্রাণের সরণি তুই আপন চেষ্টায় নে খুঁজে,
অধীনতার জিঞ্জির খানি ঝটকা মেরে ছিঁড়ে ফেল
অধিকার তুই পাবিনা ফের স্বার্থান্বেষী দেব পুঁজে।