৯৭.
ভাগ্যবানের দ্বারে এলো রহমতের ঐ রমজান
পাপীতাপীর তরে এলো শোন নাজাতের ঐ ফরমান
আপন রিপু করো ধ্বংস পুড়াও পাপের অভিলাস
পবিত্রতা করো অর্জন জাগ্রত হও মুসলমান।


৯৮.
সারাটি মাস থাকলে সিয়াম দেহ মনে বাড়ে বল
প্রভুর ভীতি অন্তরে যার হারায় না তার মনোবল,
সিয়ামের এই বদলা দিবেন প্রভু স্বয়ং নিজ হাতে
এসো সবে পান করিতে রহমতের অথই জল।


৯৯.
কে আছো'রে ভাই ও মুসলমান আল্লাহ প্রেমে হও ত্যাগী
বন্ধ কররে মনের খেয়াল কররে প্রভুর বন্দেগি
হালাল হারাম দেখে চল ভাই আন'রে চিত্তে প্রভু ভয়
ঈমান আমল মজবুতে ধরো ইসলামের-ই জিন্দেগী।


১০০.
সিয়াম সাধনে পুণ্য আত্মা প্রশান্তি লভে জনম ভর
ভালো মন্দ না গুলিয়ে সহজ সরল পথটি কবুল কর,
মাগফিরাতের মাস তোর দ্বারে লইতে পারিস ক্ষমা
অশেষ
শুদ্ধ চিত্তে রাখলে সিয়াম জান্নাতে তোর হবে যে ঘর।