এসো মোরা গাই গান রক্ষা করিব জাতির প্রাণ,
            জাতির বড় দুর্দিন আজ-
            রণ সাজে সাজরে সাজ।  


         ওরে ভুলে যা তুই হিংসা ভেদ
     করিতে হইবে দুঃশাসনের শিরশ্ছেদ-
   হিন্দু মুসলিম খ্রিষ্টানে মন করিসনে ঘৃনা
   ওরে মাতৃভূমি রক্ষায় কোন ধর্ম লাগেনা,
          আমি মুসলিম আর তুমি হিন্দু-
        এসো পাতিব মোরা যোগল বন্ধু।


  মোর চলাচল মসজিদে তুমি যাবে মন্দিরে
         প্রার্থনা করিব যে যার দরবারে,
  দুই প্রান্ত হতে গাইব সদাই সাম্যের জয়গান
      আছ যত কণ্ঠ মিলাও হিন্দু মুসলমান।
    
         ওরে তোরা যে যাই বলিস ভাই
   আমি বুঝি সেবার উপরে কোন ধর্ম নাই।

  
    ০৮-১১-২০০৬ খ্রীষ্টাব্দ
        রোজঃ বোধবার
       ছাতক,সুনামগঞ্জ