বিশুদ্ধ মন ভাবনায় সুপথ গড়তে পারে সুখের দেশ,
আপন স্বার্থের গোলাম হলে যায়'রে ভেঙে আশার ঘর;
কুৎসিত মনের নোংরামিতে হয়'রে জাতির সবই শেষ,
বিশুদ্ধ মন ভাবনায় সুপথ গড়তে পারে সুখের দেশ,
গোড়ায় কেটে ঢাল'লে পানি কাটবে কি'গো দুখের রেশ,
লুটতরাজ যার মজ্জাগত সেই কি'রে ভাই হয় অমর;
বিশুদ্ধ মন ভাবনায় সুপথ গড়তে পারে সুখের দেশ,
আপন স্বার্থের গোলাম হলে যায়'রে ভেঙে আশার ঘর।