কোন প্রাতে কোন ক্ষণে ডেকেছিলে আমায়
বুঝিতে পারিনি আমি দিইনি'ক সাড়া
সে কী আমার অপরাধ? ।।

যদি প্রিয় সে না হয় ভুল
কেন তবে গুনবো এ মাশুল।।
বলতে পারো কী তুমি একটিবার
কত আর বইতে হবে এ বিষাদ।

সে কী আমার অপরাধ?

আমার এই না বোঝা অপরাধ
যায়না কি গো ক্ষমা করা,
হারানো দিনের ভুলগুলো ভুলে
যায় না কী স্মৃতিগুলো স্মরণ করা।।
মিথ্যে অহংকারে ভুল বুঝে থেকো না দূরে
দিওনা'ক আর কোন অপবাদ।

সে কী আমার অপরাধ?

কোন প্রাতে কোন ক্ষণে ডেকেছিলে আমায়
বুঝিতে পারিনি আমি দিইনি'ক সাড়া
সে কী আমার অপরাধ?