চলছে সবে যে যার মত
তাল বাহানা অবিরত,
হিসেব নিকেষের মাথায় হাত
পূঁজিবাদের বাজি মাত।
অন্ধ কানু পায়না ভাত
রাস্তায় কাটায় দিনরাত,
দীনহীন চাইলে শূণ্য হাত
সুনামের মোহে দান খয়রাত।
ওরে বেহুঁশ নয় ওরা উৎপাত
ওরাও যে তোর সহজাত,
ওদের পানে বাড়িয়ে  হাত
নে খুলে নে আপন বরাত।
নহে নহে সে কাঙাল যে পাতিল হাত
কাঙাল সেই ফিরায় যে ভিখারির হাত।