পাইনি শরতের ছিটেফোঁটা
মাথার উপরের সূর্যটাও প্রচণ্ড ক্ষ্যাপা
কাশবনে ছুটে না আর প্রকৃতি প্রেমীর দল
শুভ্র শাদা ফুলগুলোও পড়েছে নেতিয়ে
যেনো প্রিয়হারা কোন বিরহীর বেদনাহত মলিন মুখ


নিরস নদী পাড়ের কাশবন হারিয়েছে সতেজতা
বকের সারি বসে না আর তপ্ত নদী তটে
কিশোর কিশোরীরা নামেনা আর ফুটন্ত জলে


বর্ষা সেও গেলো জলহীন
জলের আকাল খরা তীব্র ফসলি মাঠ ফেটে চৌচির
শরতের ফুলেরা ব্যথা ভরা মনে
ডাকে তারে প্রাণ ভরে প্রেমের আহ্বানে


শিউলী সখীর মলিন তনু নাই'রে শোভা তার
হিমের পরশ নিতে উদগ্রীব পিপাসিত ভোরের দূর্বাঘাস
ডিঙি করে আসেনা নায়রি ব্রহ্মপুত্রের বুক চিঁড়ে আর


কবিতার পাতায় কতো শরৎ বন্দনা
জানি হিসেবি শরৎ উপস্থিত অবনীর বুকে
এলেও তুমি নামে ধামে স্বরূপে এলে না ফিরে