ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে রই
দূর নীলিমায় বিরামহীন চেয়ে থাকা অপলক
উড়ন্ত পাখি যুগল ডানায় ডানায় ভালোবাসা বিলায়


দ্যাখি রাত ভর
জোছনা মাখা রজনীর তারাদের সাথে লুটোপুটি
ঝুলবারান্দায় ঝকমকে রূপালি চাঁদের মায়াবি হাসি
এই ঔজ্জ্বল্যতার মাঝেও আঁধারে নিমজ্জিত প্রাণ
হুহু করে উঠে বাজি বেদনার সুর
মর্মে ভাসে জনমের ক্ষত বিরহবিধুর
নিস্তব্দ নিশুতির বুকে রাত জাগা শুধুই একাকি আমি