হয়তো এ মন পাবো না তাহার সখ্যতা আর কোনদিন,
স্মৃতিটুকু তবু অঙ্কিত র'বে হৃদপটে চির অমলিন।
জনমের তরে বিরহ আমার চির জীবনের হলো সাথী,
যায় যদি নিভে গোধূলি বেলায় সান্ধ্য রাতের ধূপ বাতি।
কত যে আশায় দেখেছি স্বপন বাঁধবো সুখের ছোট ঘর,
জোয়ারের শেষে রইলো যে পড়ে শুধুই শূন্য বালুচর।