উৎকণ্ঠা ভরে র'বে না কেউ প্রতিক্ষায়,জানি
ফুরোবে শিমুল তলার মিষ্টি বৈকালে ছুটাছুটির কাক্ষা
উৎপল শুভ্রের মলিনতা সেও হয়তো জানাবে ধিক্কার
নিস্তব্ধতার নিগুঢ় আঁধারে পতিত ভালোবাসার মাল্য-
অবহেলে র'বে পড়ে উঠোনের কোণে!


খর নদীর স্রোত সহসা থেমে গেলো অজানা যাতনায়
আমারি মতোন নিভৃতেই হয়ে গেলো নিথর
জানিনা কোন্ সে ব্যথায় স্তব্ধতার গহীন অতলে-
লুকালো চিরচেনা উছল নদীর হিল্লোল!


ফেলে যাওয়া অতীত মনে রাখেনা অনেকেই,জানি
বাসি ফুলে সাজায় না কেউ প্রিয় ফুলদানি
বিরহ-বাসরে আনমনে এঁকে যাই প্রেমের আলপনা
নিবিড় আঁধারে শুনি তারই পদধ্বনি……