প্রেম লীলা মনে তাই রচি তপোবন,
নিভৃতেই সেই বীজ করি'গো বপন;
অচির জীবনে খুঁজি মনের মতোন,
আসিবে প্রণয়ী তাই দেখি'গো স্বপন।


প্রেমো তৃষা হৃদয়েতে বাড়িছে দ্বিগুণ,
শোভা হীন রয়ে গেলো মনের ফাগুন;
বর্ষাতে আসিবে বুঝি ভাবি একা মনে,
মিটাবো প্রেমো তিয়াস গহীন নির্জনে।


হেমন্তে নামে নীহার সবুজের বুকে,
তৃষিত দুর্বা সজীব হয় মহা সুখে;
কত নিশি হলো ভোর প্রীয়তির আশে,
অভিমান পুষে তাই দাঁড়ালেনা পাশে।


আসিলেনা বনে মোর ভাঙিলো না ভুল
তপোবন শূন্য তাই ফুটিলো না ফুল।