সূর্যের আলো কাটায় ধরার আঁধার কালো,
নিশি আতঙ্ক দূরে ঠেলে করে ভুবন আলো।
নিজেকে পুড়ায় অসীম কৃপায় কুশল হেতু,
দূর করে জরা উড়ায় নবীন শান্তি কেতু।
সেবিছে ধরণী পুড়িছে অশুচি তীব্র ত্যাজে,
অভীক পরানে ছুটে পাপ নাশে সকাল সাঁঝে।
অলীক ভাবনা নেই মনে তার অটল নীতি,
স্বার্থের নেশা নেই তার কোন নাই যে প্রীতি।
দিনমান আলো করে বিতরণ ধরার বুকে,
প্রত্যাশা যেনো প্রাণীকূল থাকে অসীম সুখে।
সাঁঝের বেলায় ধরা দেয় নিতি রঙিন সাজে,,
লাজ রাঙা বঁধু ঘোমটায় মুখ লুকায় লাজে।
নিশি কোলে সবে রাতভর করে তৃপ্তি খোঁজ,
বিশ্রাম শেষে পুনরায় জাগে খুশিতে রোজ।
আবার সূর্য উঠে আসে ভোর নিশি কাটিয়া
এমনি ভাবেই হয় সে সবার সূর্য প্রিয়া।