নিঃশব্দ রাতের গহীন কোণে বসে একাকী
দ্যাখছি জালনার ওপারের চাঁদ সেও ভীষণ নিঃসঙ্গ!
জানিনা কার শূন্যতায় বিষন্নতা এমন
ধীরে ধীরে চাঁদের উজ্জ্বলতাও ম্লান হয়ে আসে!
কে জানে?
চাঁদের এই মলিনতা কোন অভিমানে?
তারও কী ব্যথা রয়েছে কিছু আমারি মতোন,
রাতের স্তব্ধতার বুক বিদীর্ণ করে স্মৃতিরা ওঠে জেগে
তোমার আঙুলের উষ্ণতা ভেবে আজো উঠি শীৎকারী।
জানবে না হয়তো কেউ
কেন চাঁদিমা'র সাথে রাত্রি জাগরণ
নাই'বা জানলো কেউ তুমি তো জানো,চিরকাল শুধুই-
তোমার নীরব অভিমানের ছায়া ছুুঁয়ে যায়
আমার একাকীত্বের দিশাহীন অনুভবের পাষাণ দুয়ার।