সুখে থাকা হলোনা আর!!!
দরিদ্র খুদে চাষি আর খেটে খাওয়া মানুষের,
অভাবের তাড়া খেতে খেতে হাসতেও ভুলে গিয়েছে
ওরা-
তবুও নব উদ্যামে স্বপ্ন বুনে যায় দু'মুঠো খেয়ে বাঁচার!


আধপেটে হাড়গিলে শরীরের ঘামে আমন ধানের গুছি দেয় কৃষক,কাঁদা মাটির সোঁদা গন্ধে দু’চোখে স্বপ্ন এঁকে যায় দুঃখ ভুলার!


সবুজ কচি ধানের চারা ধীরে ধীরে হাওয়ায় হাওয়ায় দোলে কিষাণ-কিষাণির বুকে স্নিগ্ধ পরশ ভোলায়……


পোয়াতি ধানের অঙ্গ দোলা কিষানির মুখে ফুটায় হাসি, রইবে সুখে বারোমাস হাসি আর খুশি....


সোনালি ধান তুলবে গোলায় আশায় বুক বাঁধে
কার্তিকের এই সর্বনাশা ছোবলে আশায় বাদ সাধে,
নিত্যপন্যের উর্ধ্বগতিতে দরিদ্র কৃষকের প্রাণ সারা
মরা কার্তিকের এই তাণ্ডবে উপোসে কৃষক মরা!!!