চামচিকারা সদা উড়ে খুবই তিড়িংবিড়িং
যেনো তারা রাজ্যটাই নিয়েছে নিজের করে
এইঘর হতে ওইঘর দেয় যে হানা নিরন্তর  
দাপাদাপি চলে সবখান যেন ছুটে আম্ফান


গায়ে তার নেই জোর তবুও কী কমজোর
পিঁপড়েদের গায়ের পর করে হাগু দিনভর
বনের রাজা কপোকাত খায় এখন ডালভাত
কৌশলের বেড়াজাল নেয় তুলে পিঠের ছাল


ধূর্ত শিয়াল মামা আগে থেকেই যে দেয় হামা
মুখে সদাই মিষ্টি হাসি তোমারে যে ভালোবাসি
তুমি যখন রাজা ওরা তো এবার পাবেই সাজা
ভেজা বিড়াল গাপটি মেরে খুঁজে নেয় মাছ ভাজা


সবাই যখন করে চুরি আমিও কী কম পারি?
দেশব্যাপী উন্নয়ন জোয়ার আমার পকেট ভারী
এককাজ দশবার ফালতু সময় যায়না আমার
বাজেটের উপর বাজেট,ঘটে যায় সব কারবার।