এমনি ক্ষরণ তার বুকেতেও যার ছিলো না কেউ সহায়,
নত চোখের অশ্রু প্লাবন দ্যাখছে ধরার সকল প্রাণ;
মজলুমের ঐ আত্ম চিতকার শুনেও সবাই নিশ্চুপ হায়!
এমনি ক্ষরণ তার বুকেতেও যার ছিলো না কেউ সহায়,
স্রষ্টার বিচার সুক্ষ্ণ অতি ছাড় পাওয়ার তো নাই উপায়,
দাম্ভিকতার ললাট লিখন রয় ভালে ঢের অসম্মান ;
এমনি ক্ষরণ তার বুকেতেও যার ছিলো না কেউ সহায়
নত চোখের অশ্রু প্লাবন দ্যাখছে ধরার সকল প্রাণ।