(পরম করুণাময়ের নামে আরম্ভ করিলাম)
======================

প্রশংসা আছে যত সকলি তোমার
পরম করুনাময় তুমি গাফফার,
শেষ দিবসের কর্তা অপার অসীম
করি বন্দেগী তোমার হে মহামহিম।

সাহায্য প্রার্থনা করি প্রভু মায়াময়
সরল পথ দেখিয়ো তুমি দয়াময়,
সুপথ করো প্রদান যেথা সিদ্দিকগণ
তোমার হুকুম বিনা ফেলেনা চরণ।

সালেহীন সিদ্দিকিন যেথা অবিচল
পরানে গাঁথিয়া রেখো প্রেম অবিকল,
সেই পথ চাইনা'ক যাহা অকল্যানে
তুমি অসন্তোষ যেথা দেখি দিব্য জ্ঞানে।

মার্জনা করো আমায় ভ্রষ্ট পথ হতে
কবুল করো প্রার্থনা স্মরি দিনরাতে।