পুঞ্জীভূত অভিমান ব্যথাতুর হৃদে,
অবহেলার শায়ক হৃদয়েতে বিঁধে।
মৌনতায় নিমজ্জিত নিঃসঙ্গ জীবন,
একাকীত্বের দহনে দগ্ধ দেহ মন।


জনমের তেষ্টা জাগে পিপাসিত প্রাণে,
আশান্বিত আঁখি চায় আকুল নয়ানে।
দূর প্রিয়া রয় দূরে চুড়ান্ত পাষাণ,
নির্মমতায় ছুঁড়িলো হৃদে অগ্নিবান।


জাগিয়া আঁধার নিশি কাটাই একাকী,
কি তিয়াসে নিশাচর যায় কারে ডাকি।
নিদহীন আঁখি দুটি করে ছলছল,
ও নয়নে বাড়ে তৃষা ভেতরে অনল।


ব্যথার তীব্রতা ভুলে তবু নিশি জাগি
পথ পানে রই চেয়ে শুধু তার লাগি।