এখনো লিখে যাই
অগোছালো সব শব্দ বুনুনে কবিতায় আত্মকথা
এখনো জন্ম দিয়ে যাই প্রতিনিয়ত অব্যক্ত অক্ষর
আর সেসব উড়াই খোলা আকাশে তোমার উদ্দেশ্যে
অথবা কোন এক নাম না জানা বহমান নদীর বুকে
আমার অক্ষরগুলি ঢেউয়ে ঢেউয়ে যায় ভেসে……


জানি
আমার গাঙের গহীন শীতলতা তোমায় টানেনা আর
আমার উত্তাল ঢেউয়ের তরঙ্গে উদ্বেলিত হবেনা তোমার হৃদয়ের ছন্দদোলা……


তবুও লিখে যাই
না!তুমি বলেছিলে বলে নয়
হয়তো অপ্রত্যাশিত ভাবেই হয়ে উঠি সকল বিরহাতুর হৃদয়ের প্রতিনিধি,কলমের আঁচড়ে আনমনে এঁকে যাই আমার কবিতার পাতায় অগুণতি প্রিয়হারা হৃদয়েের ব্যকুলতার কান্না বিরহবিধুর……


আমি চাইনি কভু হতে কবি
সেই দুঃসাহসও নেই আমার
মহাকালের বিরহ যাতনা লিখতে শঙ্কিত আত্মা
ভুলে ভরা পাতায় তবুও লিখি আশান্বিত মননে
যদি অলখে কোন এক মায়াবী টানে দেয় ধরা
আমার চির বিরহের অমর কবিতা……


<><><><><><><><><><><><><>


০৪-১২-২০২২ খ্রীষ্টাব্দ
রোজঃ-রবিবার
ব্রাহ্মপল্লী,ময়মনসিংহ,ঢাকা।