আমি দ্যাখিনি মুক্তিযুদ্ধ
আমি দ্যাখিনি রাইফেল কাঁধে মুক্তির সংগ্রামে-
অদম্য লড়াই করতে করতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ


আমি দ্যাখিনি
বৃহৎ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার দুর্বার গতি
থ্রি নট থ্রি, এল এম জি, এস এম জি কিংবা
টেঙ্ক এর ক্ষীপ্রতার সম্মুখে বুক চিতিয়ে দাঁড়ানো-
কোন এক সাহসী তরুণ কিংবা মুক্তিকামী অতি
সাধারণেরও বীর বাহাদুর হয়ে ওঠার তীব্র ক্ষুধা


আমি দ্যাখেছি
একজন অতি মানবিক কোমল হৃদয়ের মানুষকে
সদাহাস্য মিষ্টভাসী সারল্যমনা এক বীর মুক্তিযোদ্ধাকে


আমি দ্যাখেছি
তার আত্মীয়করণ,মানুষের প্রতি মমত্ববোধ
নিজের মুখের অন্ন অকাতরে বিলানো এক মহৎ প্রাণ
স্বধর্মের প্রতি অঘাত বিশ্বাসী এক ধর্ম ভীরুতার ছবি


আমি দ্যাখেছি
দুরন্ত ক্যানসারে হার না মানা জীবন যোদ্ধার সংগ্রাম
যাতনার তীব্রতায় কাৎরানো মৃত্যুর প্রহর গুনতে-
থাকা এক অকুতোভয়,নিঃশঙ্ক প্রাণের প্রত্যয়


তবুও অসহায় আত্মসমর্পণ
বিধাতার অমোঘ আহ্বানে সারা দিতে
চিরদিনের মতো আমাদের কাঁদিয়ে চলে গেলেন
আমাদের গর্ব তথা বাঙালি জাতির অহংকার
বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান সরকার!!!


=========================
😥😥😥
আমার শ্রদ্ধাভাজন অভিভাবকতুল্য বড় ভাইরা ভাই
"বীর মুক্তিযোদ্ধা" সুরুজ্জামান (০৭-০৫-২০২৩ ইং) বিকাল ৪ঃ১০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রজিউন,আমি আল্লাহ তায়ালার নিকট তার আত্মার মাগফিরাত কামনা করছি,সবাই তার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করবেন আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন।