জীবন আঁধারে নিঃসঙ্গতার দহনে বিদগ্ধ
ক্রমশঃ নিস্পৃহতার অতলে হারাই অহর্নিশ
প্রতিক্ষীত কামনা দুর্ভাবনার ব্যাধিগ্রস্ততায় নিপতিত
রিক্ত প্রাণের কেউ নেই হাত বাড়ায়!


অনুপুঙ্খ খুঁজে ফিরি
অতীতের তটে চিত্রিত দীর্ঘতর স্মৃতির পাতায়
অব্যক্ত কিছু কি রয়ে গেলো মনের অগোচরে-
যা কখনোই হয়নি পড়া ব্যস্ততার বেখেয়ালে!


নির্মোহ প্রাণের নেই ব্যকুলতা আর
তবুও অনুভূতি গুলো আজও বিনিদ্র রাত জাগে
ঘনকৃষ্ণ রজনীর উন্মুক্ত আকাশে বট বিতানের ছায়
আজও লক্ষ কোটি প্রহর গুনে যাই কার প্রতীক্ষায়!


পৃথিবীর গতিপথ ছুটছে থেমে নেই ক্ষণকাল
ওঠে সূর্য লুকায় তিমিরে আবার আসে ফের
আমিই শুধু রয়ে গেলাম নিশ্চলা আলেয়ায়!