ওরে তরী ডুবে যায় রে
ও মাঝি তরী ডুবে যায়,
উত্তাল ঝড়ে তরী টলমল
ভীরু যাত্রীরা কাঁপে থরথর।


সর্বগ্রাসী দিয়াছে হানা
জোরছে টান মাঝি ভাই
ঝড়কে পেছন ফেলে-
ওদের,রক্ষা করা চাই।


সাধ করে নিয়াছো ভার
টানতে হবে ভাই আপ্রান,
আয়েশ খোঁজতে গিয়ে
মেরোনা মানবের প্রাণ।


যে ভার নিয়েছো কাঁধে
তাই যে তোমার কর্ম,
বিপন্নকে রক্ষা করাই-
হউক,মানব সেবার ধর্ম।


ভবে চাহ যদি পরিত্রাণ
তবে টান জাতির টান,
মানবতার সেবা করে
হবে তুমি চির অম্লান।