আন্তরিকতার সাথে করেনা গ্রহণ যিনি ভুলো তারে মন,
তার ভালোবাসা,ঘৃনা,কোনটাই নেই আর কোন  
প্রয়োজন।
ব্যথিত হয় 'না যিনি তব বিরহ ব্যথায় ছাড়ো দাবি তার
তপোবন যদি রয় শূন্যতায় বারোমাস থাক'না অসার।


ফুলের বুকেতে অলি নাই যদি বসে আর তাতে কিবা ক্ষতি,
বন্ধ কী তাই হয়েছে কোনো নিয়মের ফুল ফুটানোর গতি।
ফাগুন ছাড়িয়া যায় চৈতালীর খরতাপে পুড়ে খাক সব,
মরা নদীর বুকেতে আবার তোলে জোয়ারে কলকল রব।


খরা শেষে ধরা ফের সাজে অপরূপা সাজ নবীন আশায়,
ফুলে ফুলে ভরা বনে বৈশাখী তাণ্ডব এসে নিমিষে ভোগায়।
যে পাখি করে না ঘর মিছে বাঁধো কেন তারে মায়ার শিকলে,
যাবেই উড়ে জানিও ভালোবাসা দিবে যত সবি যে বিফলে।


আঁধারে হারায় চাঁদ তবু পিয়াসি ধরণী চাঁদিমা'রে চায়,
ভাঙিবে নদীর কূল জানে নদী তৃপ্ত তবু জোয়ার ভাটায়।