তোমাকেই খুঁজছি প্রিয়া
লোকালয় নির্জন কিম্বা পাহাড় পর্বত
খাল বিল নদী নালা কিম্বা অতল সমুদ্রে
তোমাকেই খুঁজছি প্রিয়া সাধ্য যতো


সীমাহীন আকাশের দূর নক্ষত্রের অপলক চেয়ে
থাকা নয়নে খুঁজে ফিরি আমার প্রিয় সেই চোখ
তৃষিত হৃদয়ের তপ্ত বাসনা নিশিদিন জাগে মনে
বারেক যদি পাই দ্যাখা আমার অভিমানীর মুখ


সূর্যের জ্যোতি ধারণ করি তোমায় দেখার আশে
ব্যর্থ ক্লান্ত অক্ষিদ্বয় সূর্যের সাথেই ম্লান হয়ে আসে
নব উদ্যমে জাগি চন্দ্র হয়ে এই বুঝি এলে কাছে
চারিদিক তাকাই সকলি আছে হায় তুমি নেই পাশে


হায় অবুঝ হায়
আপন  ইচ্ছায় যে নিজ'কে লুকায়
সাধ্য আছে কার তারে খুঁজে পায়
তবুও মন খোঁজে তারে মিছে আশায়
নিরাশার বুকে বাঁধে বাসা শুধু হতাশায়!